ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ লাইন মেসে খাবার খেলেন ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
পুলিশ লাইন মেসে খাবার খেলেন ডিএমপি কমিশনার

ঢাকা: একজন সৃজনশীল আর কর্মদ্যোগের মানুষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এবার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন ৬ নম্বর মেসে ফোর্সের সঙ্গে বসে একই টেবিলে দুপুরের খাবার খেলেন।

যা আগে কখনোই দেখা যায়নি।

ডিএমপি কমিশনার শুক্রবার (৬ অক্টোবর) রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ডিএমপি কমিশনার।

এরপর ফোর্সের রান্নাঘর ও মেস সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ডিএমপি কমিশনার নিজেই ফোর্সের সঙ্গে বসে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেন। যার মাধ্যমে পুলিশে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার ফোর্সের খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

ডিএমপি কমিশনারের এমন উদ্যোগের জন্য ফোর্সরা কমিশনারকে সাধুবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) আর এম ফয়জুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।