ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
গার্মেন্টস শ্রমিকদের  ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গার্মেন্টস খাতে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

রোববার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়টি বহুবিধ যুক্তি ও ন্যায্যতা বিবেচনায় নিয়ে শ্রম আইনের ১৩৯ ধারা মোতাবেক প্রতি ৫ বছর পর পর ন্যূনতম মজুরি হার বাড়ানোর সুপারিশ ও বাস্তবায়নের বিধান রয়েছে। সর্বশেষ ২০১৮ সালের ২৫ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। যার কারণে মজুরি বাড়ানোর মেয়াদ ৫ বছর অতিক্রম করতে যাচ্ছে।

তারা আরও বলেন, ২০১৮ সালে ন্যূনতম মজুরি ঘোষণার পর ৫ বছরে শ্রমিকদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বাড়ার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, গ্যাস, বিদ্যু, বাড়িভাড়া ও যাতায়াত খাতের খরচ অকল্পনীয় হারে বেড়েছে। সে কারণে শ্রমিকদের মজুরি বাড়ানো আরও আগেই হওয়া উচিত ছিল। যার ফলে আরএমজি সেক্টরে কর্মরত শ্রমিকদের খেয়ে পড়ে বেঁচে থাকা কঠিন থেকে আরও কঠিনতর হচ্ছে।

আইবিসির সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আইবিসির অর্ন্তভুক্ত ফেডারেশনের নেতা সালাউদ্দিন স্বপন, সহিদুল্লাহ বাদল, রুহুল আমিন কামরুল আনাম, রাসেদুল আলম রাজু, চায়না রহমান, তহমিনা রহমান, সেহেলি আফরোজা লাভলী, হাসি আক্তার, তৌহিদুর রহমান, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম, বাবুল আখতারসহ বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।