ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামপালে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
রামপালে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের রামপালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. সফরুল শেখের ছেলে ১৯ মাস বয়সী মো. আজিম শেখ ও একই উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের মো. আলমগীর গাজীর মেয়ে আয়েশা খাতুন (৬)।  

জানা গেছে, বাড়ির পেছনে খেলা করার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে ডুবে যায় যায় আজিম। এর বেশ কিছু সময় বাড়ি শিশুটিকে না দেখে খোঁজাখুঁজির শুরু পরিবারের লোকজন। এক পর্যায়ে পুকুর থেকে আজিমের মরদেহ উদ্ধার করা হয়।  

একই দিন দুপুরে রামপাল উপজেলার চিত্রা গ্রামে বাড়ির পাশে খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পড়ে পানিতে ডুবে আয়শার মৃত্যু হয়।  

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।