ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমদানি করা জ্বালানি বিক্রিতে অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিক পদক্ষেপ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
আমদানি করা জ্বালানি বিক্রিতে অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিক পদক্ষেপ

ঢাকা: আমদানি করা জ্বালানি বিক্রি বা বিতরণে কোনো অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।  

সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং নার্গিস রহমান অংশ নেন।

মন্ত্রণালয় কর্তৃক আমদানিকৃত জ্বালানি দ্রব্য বিক্রয় বা বিতরণ সিস্টেম অটোমেশনের পর সঠিকভাবে পর্যবেক্ষণ করে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া, ভূতাত্ত্বিক জরিপের কার্যক্রম চলমান রাখা এবং দেশের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে কোয়ারিগুলো থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করা, প্রয়োজনে পাহারাদার নিয়োগ করাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য স্থায়ী কমিটি সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতায় এলাকাগুলোর লোডশেডিং হ্রাসে গৃহীত পদক্ষেপ এবং দেশে কয়লা, তরল জ্বালানী ও প্রাকৃতিক গ্যাস নির্ভর নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলোর সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের প্রকৃত চাহিদা নিরূপণ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সুপারিশ করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়াসহ অবৈধ বিদ্যুৎ লাইন অতি জরুরি ভিত্তিতে বিচ্ছিন্ন করা এবং প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন শনাক্ত করে পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করেছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি হতে উৎপাদনের জন্য সঠিক রূপরেখা প্রণয়ন এবং তা বাস্তবায়নে প্রতিবন্ধকতা চিহ্নিত ও তা দূর করতে করণীয় সম্পর্কিত বিষয়ে দ্বিতীয় সাব-কমিটির পর্যালোচনা প্রতিবেদন বৈঠকে গৃহীত হয়।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও অন্যান্য কর্মকর্তা, অধীনস্থ সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।