ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
সিলেটে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ জুয়েল আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জুয়েল গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়েলের ঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল জব্দ করা হয়। পিস্তলটির গায়ে মেইড ইন ইউএসএ লেখা।  

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিততে জুয়েলকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।