ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বছিলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
বছিলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ঢাকা: রাজধানীর বসিলায় ডাম্প ট্রাকের ধাক্কায় সেলিম (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই যাত্রী। আর আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।

আহতরা হলেন- মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) ও চালক ইয়ার হোসেন (৪২)।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন জানান, সকালে বসিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকটি অটোরিকশার সামনের দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অটোরিকশার চালক, যাত্রীসহ পাঁচজন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনার পর ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।