ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অভয়নগরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
অভয়নগরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু ফাইল ছবি

যশোর: যশোরের অভয়নগরে বজ্রপাতে আহাদুর রহমান মোড়ল (৩৮) নামে এক মৎস্যঘের শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধোপাদী গ্রামের রেজাউল বিশ্বাসের মৎস্য ঘেরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত আহাদুর ওই গ্রামের মোড়লপাড়ার মৃত মুন্তাজ মোড়লের ছেলে।  

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বৃহস্পতিবার বিকেলে আহাদুরসহ তিনজন শ্রমিক ওই মাছের ঘেরে কাজ করছিলেন। সে সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে আহাদুর ঘের থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তালিম হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে নিহতের বাড়ি ধোপাদী গ্রামে এসেছি। ইতোমধ্যে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।