ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৫ 

বরগুনা: বরগুনার বেতাগীতে সরকারি অফিসে জুয়া খেলার সময় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফাহরিয়া সংগ্রাম আমিনুলসহ পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলা কমপ্লেক্সের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি)
কার্যালয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক অন্য চারজন হলেন বেতাগীর ঝোপখালী এলাকার ইউনুস, উত্তর বেতাগীর জসিম উদ্দিন, দক্ষিণ বেতাগীর শাহ জালাল এবং কেওড়া বুনিয়ার তোফাজ্জল হোসেন।


ডিবির ওসি বলেন, বিআরডিবি কার্যালয়ে জুয়া খেলা চলছে জানতে পেরে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ২৮ হাজার ২৪০ টাকা ও ২৫০ পিস তাস জব্দ করা হয়। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।