ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এখনও ধোঁয়ায় আচ্ছন্ন কৃষি মার্কেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এখনও ধোঁয়ায় আচ্ছন্ন কৃষি মার্কেট

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড অবশেষে ৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে মার্কেটটি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

সঙ্গে আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করেছে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনা-নৌ-বিমান বাহিনী, এনএসআই ও স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটের উপর থেকে পানি ছিটানো হয়।

এদিন সকাল ৯টার পরেও সরেজমিনে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন দেখা গেছে। এছাড়া বিভিন্ন দোকানের ভেতরে অল্প অল্প আগুন জ্বলতেও দেখা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, এখন আগুন নেই, কিন্তু বিভিন্ন দোকানের দাহ্য পদার্থ থেকে ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্সিজেন মাস্ক পরে ঘটনাস্থলে কাজ করছেন।

ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। মাঝে মধ্যে বিভিন্ন দোকানের তেলের কন্টেইনারসহ বিভিন্ন দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে আগুন জ্বলছিল। এর ফলে কয়েকবার আমরা পেছনে চলে যাই, আবার গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি।

ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর ৩টা ৫২ মিনিটে।

পরে ধাপে ধাপে ইউনিট বেড়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৩৭ জন সদস্য কাজ করেছেন। তবে এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।