ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ভুল চিকিৎসার তদন্ত করেছে স্বাস্থ্য বিভাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
নীলফামারীতে ভুল চিকিৎসার তদন্ত করেছে স্বাস্থ্য বিভাগ

নীলফামারী: নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে রুবাইয়া ডেন্টাল কেয়ার অ্যান্ড কিউর নামে একটি চিকিৎসাকেন্দ্রে তদন্ত করেছে স্বাস্থ্য বিভাগ।  

মমিনুর রহমান নামে এক ভুক্তভোগীর সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে  বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী তদন্ত করে উপজেলা স্বাস্থ্য বিভাগের চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স সার্জন ডা. হযরত আলী তদন্ত  কমিটির প্রধান। অন্য সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান নোবেল, ডা. জওহার অনন্যা, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন রহমান।

জানা যায়, মমিনুর রহমান নামে এক ব্যক্তি দাঁতের ব্যথা নিয়ে রুবাইয়া ডেন্টাল কেয়ার অ্যান্ড কিউরের চিকিৎসক মো. সুমন রহমানের কাছে যান। সুমন রহমানের কাছে চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগীর দাঁতের ব্যথা বেড়ে বেশি অসুস্থ হয়ে পড়েন।  

তদন্ত কমিটির প্রধান ডা. হযরত আলী বলেন, অভিযোগের ভিত্তিতে রুবাইয়া ডেন্টাল কেয়ার অ্যান্ড কিউরে তদন্ত করা হয়েছে। এখানে এক্স-রে করার কথা উল্লেখ থাকলেও কোনো এক্স-রে মেশিন পাওয়া যায়নি। চিকিৎসার জায়গার সংকুলানসহ বেশ কিছু অসংগতি দেখা গেছে। তদন্ত রিপোর্ট সিভিল সার্জন বরাবরে দ্রুত জমা দেওয়া হবে। এরপর তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।