ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ পণ্য, চাঁদপুরে এক ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
মেয়াদোত্তীর্ণ পণ্য, চাঁদপুরে এক ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে বাজার তদারকির অভিযানে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা করেন।

নুর হোসেন জানান, বাজার তদারকির অংশ হিসেবে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বিভিন্ন কসমেটিকস আইটেমের খুচরা মূল্য না থাকায় লিটন ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানকালে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।