ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপুরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
রামপুরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনির হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রামপুরা কুঞ্জবন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে মুমূর্ষ অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মনিরকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিরের সহকর্মী কামাল হোসেন জানান, তারা রামপুরা কুঞ্জবন মনোয়ারা মসজিদের পাশে একটি নির্মাণাধীন সাততলা ভবনে কাজ করছিলেন। মনির রড মিস্ত্রীর কাজ করতেন। সকালে তিনি ছয়তলায় রডের কাজ করছিলেন। সেখান থেকে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ফরায়েজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মনিরের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরআগতি গ্রামে। তিনি নির্মাণাধীন ওই ভবনে থেকেই কাজ করতেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।