ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
নরসিংদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গাঁজাসহ আটক ২ কারবারি

নরসিংদী: নরসিংদীতে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা।

আটকরা হলেন-গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৫), একই জেলার কাপাশিয়া থানার মিয়ারটেক গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা জানান, গোপন  সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সদর থানার ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ডের সবমেহের টাওয়ারের সামনের রাস্তা থেকে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে গাঁজা ক্রয়-বিক্রি করে আসছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।