ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষে ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত যুবক ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের জাকির শেখের ছেলে রাসেল শেখ (২৪)।  

এর আগে, গত বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় সময় রাসেলসহ পাঁচজন আহত হন।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে হোগলাকান্দি গ্রামের মাঠে হোগলাকান্দি গ্রামের যুবক ও বাইশাখালি গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে বাইশাখালি গ্রামের যুবক আমানতের সঙ্গে হোগলাকান্দি গ্রামের যুবক রাসেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর ২ গ্রামের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এদের গুরুতর আহত রাসেলকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাসেলের মৃত্যু হয়।  

রাসেলের মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বাইশাখালি গ্রামে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।  

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।