ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেডিকেল কলেজ ঘোষণা, সৈয়দপুরে আনন্দ শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
মেডিকেল কলেজ ঘোষণা, সৈয়দপুরে আনন্দ শোভাযাত্রা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলের মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে পৌর পরিষদ।  

পরিষদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আনন্দ শোভাযাত্রা বের করে।

এতে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান।

সকাল থেকেই সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের সামনে সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হন।  

তাদের উদ্দেশ্যে মেয়র রাফিকা আকতার জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুরকে আলাদা গুরুত্ব দিয়ে দেখেন। এ কারণে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার পদক্ষেপ, সরাসরি পাইপলাইনে গ্যাস সরবরাহ, রেলওয়ে কারখানার আধুনিকায়ন, ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ভারত থেকে পাইপলাইনে তেল সরবরাহ ও সৈয়দপুরে বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প গ্রহণ করেছেন। সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ওই পদক্ষেপকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় রাখতে চাই।

এরপর শোভাযাত্রাটি ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।