ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাছ কিনতে গিয়ে পথে প্রাণ হারালেন তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
মাছ কিনতে গিয়ে পথে প্রাণ হারালেন তারা

হবিগঞ্জ: মাছ কিনতে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে হবিগঞ্জ জেলা সদরে যাচ্ছিলেন ফরিদ মিয়া (৪৫)। পথে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক জামাল মিয়াসহ (৩০) প্রাণ হারালেন ফরিদ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় একটি ট্রাপ চাপা দেয় তাদের অটোরিকশাকে।  

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরিদ মিয়ার। আর ঘটে গুরুতর আহত চালক জামাল মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফরিদ মিয়া মাধবপুর গ্রামের কাছুম আলী ছেলে এবং নিহত সিএনজি অটোরিকশাচালক জামাল মিয়া চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা গ্রামের রফিক মিয়ার ছেলে ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক এসব তথ্য জানিয়েছেন।  

দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, উব্হাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা নীল রঙের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে ফরিদ মিয়ার অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই ফরিদের মৃত্যু হয়। আহত চালককে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া। গুরুতর অবস্থা দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার কবলিত দুটি গাড়ি জব্দ করা হলেও ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।