ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে বরিশালে মানববন্ধন

বরিশাল: সারাদেশে সাংবাদিকদের ওপর চিকিৎসকদের হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) ব্যানারে বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেইউবির সভাপতি স্বপন খন্দকারের সভাপতিত্বে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক- প্রকাশক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।

এতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গত ২৬ আগস্ট দায়িত্ব পালনকালে শের ই বাংলা মেডিকেল কলেজে সাত সাংবাদিকের ওপর হামলা চালান শিক্ষকরা।  যশোর জেনারেল হাসপাতালেও দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এছাড়া সম্প্রতি বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। সারাদেশে ঘটা এসব হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।