ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
‘যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ’

নেত্রকোনা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ’।

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এরই মধ্যে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী অবকাঠামো নির্মাণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে সাজাতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। মনে রাখতে হবে, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ’

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে হেনা ইসলাম কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।