ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাভরভের ঢাকা সফর নিয়ে কাজ চলছে: পররাষ্ট্রসচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
লাভরভের ঢাকা সফর নিয়ে কাজ চলছে: পররাষ্ট্রসচিব ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। সফরের চূড়ান্ত সময় নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।

 

রোববার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে জানতে চাইলে এসব কথা জানান তিনি।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তবে সেখানে আনুষ্ঠানিক আলোচনার প্রেক্ষাপট ছিলো না। তার আসার একটা সম্ভবনা তো আছে। টাইমিং নিয়ে আমরা কাজ করছি।

আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। এটিই হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
টিআর/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।