ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
খাগড়াছড়িতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি: টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সিন্দুকছড়ি হয়ে গুইমারা মহালছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে এ ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে।

সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা বলেন, পাহাড় ধসের পর থেকে সড়কটিতে যোগাযোগ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে আমি জানিয়েছি। দ্রুত মাটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।