ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালামালসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
মালামালসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার 

ঢাকা: রাজধানীতে দিনদুপুরে বাসা বাড়িতে সিঁধেল চুরিতে জড়িত একটি চক্রের মুলহোতাসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

এই চোর চক্রের সদস্যরা লালবাগসহ রাজধানী বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত করে আসছিল বলে জানায় পুলিশ।

 

শনিবার (২৬ আগস্ট) এক বিশেষ অভিযানের মাধ্যমে সিঁধেল চোর চক্রের সাত জনকে গ্রেপ্তার করা হয়।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে চুরি মামলায় অভিযোগকারীর ল্যাপটপ, চুরি যাওয়া নগদ ৬ হাজার টাকা, মোবাইলসহ অন্যান্য মোট ৪৮টি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চোরাই ল্যাপটপ এবং চোরাই ল্যাপটপ বেচাকেনার মোট ৬ লাখ ২৪ হাজার টাকা জব্দ করা হয়।

মো. ফারুক হোসেন জানান, রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।