ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় ইয়াবাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
ভোলায় ইয়াবাসহ কারবারি আটক

ভোলা: ভোলায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার (৪০) নামে এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা শহরের খেয়াঘাট সংলগ্ন বিএনপিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় কসমেটিক্স সামগ্রী ও ইমিটেশনও জব্দ করা হয়।

আটক আনোয়ার পৌর কাঁঠালী এলাকার ইউনুস মিয়ান ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জেনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচএমএম হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।