ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ১৫ মণ কাঁকড়া অবমুক্ত, আটক ২৬ জেলে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
সুন্দরবনে ১৫ মণ কাঁকড়া অবমুক্ত, আটক ২৬ জেলে 

বাগেরহাট: সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে চারটি ট্রলারসহ ২৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।  

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর নীলবাড়িয়া খাল থেকে তাদের আটক করা হয়।

 

এ সময় আটক জেলেদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, চারটি ইঞ্জিনচালিত ট্রলার, চারটি নৌকা, জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।  

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, নিষিদ্ধ সময়ে অসাধু ব্যক্তিরা গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিল। পরে অভিযান চালিয়ে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই।  

এসময় জেলেদের নৌকা থেকে ১৫ মণ জ্যান্ত কাঁকড়া পাওয়া যায়। পরে কাঁকড়াগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া অভিযানে আটক ২৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।