ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাকাতিয়া নদীতে নৌকাডুবি, ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
ডাকাতিয়া নদীতে নৌকাডুবি, ভাই-বোনের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে তীব্র বাতাসে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান (১৬) ও মেয়ে অরণ্য আক্তার (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর ও অরণ্যের পরিবার ঢাকায় থাকেন। উপজেলার খাটরা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বেলা ১১টার পর তানভীর রহমান ও অরণ্য আক্তার মামাতো ভাইরাসহ মোট পাঁচজন ডাকাতিয়া নদীতে ঘুরতে যান। মাঝ নদীতে প্রবল বাতাসে নৌকা উল্টে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা সাঁতার জানা মামাতো ভাইসহ তিনজন সাঁতরে তীরে ওঠেন। কিন্তু সাঁতার না জানায় উঠে আসতে পারেনি তানভীর ও অরণ্য। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে ভাই তানভীর রহমান ও বিকেল ৫টার দিকে বোন অরণ্যকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।