ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে শোক দিবস উপলক্ষে ৭ লাখ চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
ফেনীতে শোক দিবস উপলক্ষে ৭ লাখ চারা বিতরণ

ফেনী: জাতির বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও পরিবেশ রক্ষায় ফেনীতে ৭ লাখ গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক।  

মঙ্গলবার (১৫ আগস্ট) গ্রামীণ ব্যাংকের দাগনভূঞাঁ এরিয়া অফিসের আয়োজনে ইয়াকুবপুর-দাগনভূঞাঁ শাখার সদস্যদের মধ্যে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যাংকের এরিয়া ম্যানেজার রতন কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোনাল ম্যানেজার মো. আলতাব হোসেন।  

দাগনভূঞাঁ এরিয়ার প্রোগ্রাম অফিসার রতন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জোনাল অডিট অফিসার মোহাম্মদ আবদুল মুনাফ, ইয়াকুব পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে ৩ কোটি গাছ রোপণ করার কর্মসূচি হাতে নিয়েছে গ্রামীণ ব্যাংক। তার ধারাবাহিকতায় ফেনীতে ৭ লাখ গাছ রোপণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।