ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর ধোলাইপাড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম সোহেল (৩৫) বলে জানা গেছে।

সোমবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে ধোলাইপাড় নৌকা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মোশারফ হোসেন জানান, ভোরে তিনি ধোলাইপাড় দিয়ে যাওয়ার সময় ধোলাইপাড় নৌকা ব্রিজের নিচে মানুষের জটলা দেখতে পান। কাছে এড়িয়ে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছেন। তখন শুনতে পান, একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। তখন তিনি আরো কয়েকজনের সহযোগিতায় আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।  

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, এখন পর্যন্ত ওই যুবকের কোনো স্বজন পাওয়া যায়নি। তবে জানা গেছে, ওই যুবক ধোলাইপাড় বাসস্ট্যান্ড থেকে বাসে যাত্রী উঠিয়ে দিতেন এবং এর বিনিময়ে বাস থেকে ১০-২০ টাকা করে পেতেন। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারাই তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।