ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবহাটায় একদিনে কুকুরের কামড়ে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
দেবহাটায় একদিনে কুকুরের কামড়ে আহত ৩০

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় একদিনে অন্তত ৩০ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) দিনভর পারুলিয়া ও সখিপুর ইউনিয়নে ব্যাপক সংখ্যক পথচারী কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

আহতদের শরীরের ক্ষতগুলো গভীর হওয়ায় রীতিমতো বিপাকে পড়েছেন চিকিৎসকরাও।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫ জন কুকুরের কামড়ে আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পারুলিয়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, অসুস্থ কুকুরটি প্রথমে পারুলিয়া সাগর শাহ দীঘি এলাকা থেকে বেরিয়ে কয়েকজনকে কামড়ে জখম করে সখিপুরের দিকে যায়। সেখানেও বিভিন্ন লোককে কামড়ে জখম করে। সন্ধ্যায় কুকুরটি আবারো পারুলিয়া জেলিয়াপাড়া ও শেখপাড়া এলাকায় ঢুকে কয়েকজনকে কামড়ে আহত করে। এ ঘটনায় গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।