ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে চাঁদার দাবিতে হিজড়াদের তাণ্ডব, গ্রেপ্তার ১০

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
মোহাম্মদপুরে চাঁদার দাবিতে হিজড়াদের তাণ্ডব, গ্রেপ্তার ১০

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হোম হাউজিং এলাকার একটি বাসায় চাঁদার দাবিতে তাণ্ডব চালিয়েছে হিজড়াদের একটি সংঘবদ্ধ দল।  

এ ঘটনায় মামলার পর ১০ হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 গ্রেপ্তারকৃত হিজড়ারা হলেন, জুলি (৩০), তাহমিনা (২৫), রিয়া (৩৫), মনি (১৯), নয়ন (৩৬), বাবু (২০) পাহাড়ী (৫৪) জ্যোতি (২৫) সুমি (৩৫) ও সাগরিকা (৩৫)।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক।

ওসি আরও জানান, হিজরা জুলির নেতৃত্বে তাণ্ডব চালায় তারা ও মারধর করে।

মোহাম্মদিয়া হোমস এলাকার একটি বাসায় ওই হিজড়ারা প্রবেশ করে নব্য সন্তানের পরিপ্রেক্ষিতে চাঁদা দাবি করে। তাদের দাবি ছিল ১০ হাজার টাকা। দাবিকৃত টাকা না দেওয়ার কারণে তারা বাসায় ঢুকে ভাঙচুর চালায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলার হয়। পরে ১০ হিজড়াকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

অপর একটি সূত্র থেকে জানা যায়, ওই পরিবারের একটি সন্তান ভূমিষ্ঠ হয় পাঁচ মাস আগে। আজকের সংবাদের পরিপ্রেক্ষিতে হিজড়ারা চাঁদার দাবিতে সেই বাসায় গিয়ে তাণ্ডব চালায় ও লোকজনদের মারধর করে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এজেডএস/জেএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।