ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিষ মেশানো দুধ খাইয়ে ছেলেকে মারার পর মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
বিষ মেশানো দুধ খাইয়ে ছেলেকে মারার পর মায়ের আত্মহত্যা

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে একমাত্র শিশুপুত্র ফয়সাল ইসলাম হৃদয়কে (৮) বিষ দিয়ে হত্যার পর রোজিনা (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।  

বুধবার (০৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হৃদয় স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোলবুনিয়া গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক রুবেল হাওলাদারের সঙ্গে তার স্ত্রী রোজিনার ঝগড়া হয়। পরে সন্ধ্যার দিকে হৃদয় প্রাইভেট পড়ে বাড়ি ফিরলে রোজিনা তাকে বিষ মেশানো দুধ পান করান। এরপর তিনি নিজেও বিষ মিশ্রিত দুধ পান করেন। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে তাদের পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। এরপর হৃদয়কে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।  

তবে কী বিষয় নিয়ে রুবেল-রোজিনা দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল, তার জানা যায়নি।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, ওই নারীর স্বামী সম্প্রতি আরেকটি বিয়ে করেছেন। এ খবরের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।