ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে জামায়াতের ৮ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
মাদারীপুরে জামায়াতের ৮ নেতাকর্মী আটক

মাদারীপুর: মাদারীপুরে জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ঠাঁকুর বাড়ি জামে মসজিদের পাশে সভা করার সময় তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-মাদারীপুর শহরের গোলাবাড়ি এলাকার মৃত মানিক ফকিরের ছেলে আইয়ুব আলী, সদর উপজেলার পাঁচখোলা এলাকার কেতাব আলী আকনের ছেলে আব্দুল হাই আকন, পূর্ব চরনাচনা এলাকার মৃত আনোয়ার হোসেন সিকদারের ছেলে মো. রওশন আলী সিকদার, ডাসার উপজেলার পশ্চিম বোতলা এলাকার মৃত কালু মুনশির ছেলে মো. ইদ্রিস মুনশি, একই এলাকার মৃত মো. সেকান্দর আলী হাওলাদারের ছেলে মো. জসিম উদ্দিন, রাজৈর উপজেলার দীঘলিয়া কাসিমপুর এলাকার আক্কাস মোল্লার ছেলে ইব্রাহিম, মোল্লাকান্দি এলাকার হাবিবুর রহমান মিয়ার ছেলে ফারুক হোসেন মিয়া, আদর্শগ্রাম এলাকার মৃত সোহরাব উদ্দিন বেপারীর ছেলে নাজিমউদ্দীন বেপারী। এর মধ্যে ইব্রাহীম রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি। অন্যরা রাজৈর, ডাসার ও সদর উপজেলার দায়িত্বশীল কর্মী ও সদস্য।

পুলিশ জানায়, আগামী নির্বাচন ঘিরে জেলায় অরাজকতা সৃষ্টি করতে জামায়াতের নেতাকর্মীরা গোপন মিটিং করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আট নেতাকর্মীকে আটক করে। একই সময় দৌঁড়ে পালিয়ে যান সংগঠনটির আরও কয়েকজন নেতাকর্মী। এসময় তিনটি মোটরসাইকেল ও জামায়াতে যোগ দেওয়ার সদস্য ফরম জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধারণা করছি, আটক আটজনের নামে রাজনৈতিক কোনো মামলা নেই।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।