ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী আমিনুলের আঁকা ছবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী আমিনুলের আঁকা ছবি জেলা প্রশাসকের কাছ থেকে চেক গ্রহণ করছে আমিনুল

সাতক্ষীরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলা নববর্ষ ১৪৩০ - এর শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আমিনুল ইসলামের আঁকা একটি ছবি। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

রোববার (৬ আগস্ট) সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত এই চেক আমিনুলের হাতে তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, এডিএম বিষ্ণুপদ পাল, এনডিসি. আব্দুল্লাহ আল আমিন, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ, আমিনুলের মা রোকেয়া বেগম প্রমুখ।

প্রসঙ্গত, আমিনুল ইতোপূর্বে জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় একাধিকবার ১ম হওয়ার গৌরব অর্জন করেছে।  

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।