ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
সাতক্ষীরায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সাতক্ষীরা: জুতার মধ্যে করে ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ মো. মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মোস্তাফিজুর রহমান ওই এলাকার মো. শাহাদৎ হোসেনের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭/৭০-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া নামক এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল।  

এ সময় সেখান থেকে মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশির এক পর্যায়ে ডান পায়ের জুতার ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা।  

আটকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা  দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।