ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকাল ১০টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের মোল্লাপাড়া রেলওয়ে ১৭৭ নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সকালে সাগড়দাড়ি টেনে কাটা পড়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তবে এখনও তার নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।