ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
নবাবগঞ্জে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২ আগস্ট) দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনার সচিব মো. জাহাঙ্গীর আলম কার্ড বিতরণ উদ্বোধন করেন।  

সচিব বলেন, বিভিন্ন তারিখে নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে ক্যাম্প করা হবে। ওই নির্দিষ্ট দিনে আঙ্গুলের ছাপ ও চোখের কনট্রাক্ট নেওয়া হবে। যাতে আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ অন্যায় সুবিধা নিতে না পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আইডিইএ’র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মাহাম্মদ সায়েম, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দোহার সার্কেলের সিনিয়র এএসপি মো. আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মা. সাইদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।