ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাজুসের লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক মারা গেছেন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
বাজুসের লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক মারা গেছেন 

লক্ষ্মীপুর: বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা মানিক (৬৪) মারা গেছেন।  

রোববার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

অশোক কুমার সাহা জেলা শহরের জননী শিল্পালয়ের স্বত্বাধিকারী। এছাড়া তিনি লক্ষ্মীপুর শ্যাম সুন্দর জিও আখড়ার সভাপতি, শাঁখারি পাড়া রাম ঠাকুর সেবা আশ্রমের সভাপতি, পৌর মহা শ্মশানের সহসভাপতি ছিলেন।  

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য অজয় রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অশোক কুমার সাহা মানিক দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি ভারতে চিকিৎসার জন্য যান। সেখানেই মারা যান তিনি।  

তিনি আরও জানান, ভারত থেকে অশোক কুমারের মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আগামী মঙ্গলবার (১ আগস্ট) পৌর মহা শ্মশানে তার মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে।  

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।