ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ম্যানহোলে নেমে দুইজনের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
যাত্রাবাড়ীতে ম্যানহোলে নেমে দুইজনের মৃত্যু  সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মসজিদের পাশে ম্যানহোল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পাশে একটি ম্যানহোলের সুয়ারেজ লাইন পরিষ্কার করতে নেমে দুইজন অচেতন হয়ে মারা যায়। খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বর্তমানে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- আলামিন (৩৫) ও সাইফুল ইসলাম (৫৫)

মরদেহ দুটি উদ্ধারকারী ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের লিডার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে সায়দাবাদ ওয়াসা রোড মাদরাসা গলিতে ম্যানহোলের ভেতর থেকে তাদের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ম্যানহোলের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে তাদের ঠিকাদার মো. কাইয়ুম জানান, তিনি চুক্তিতে ওয়াসার বিভিন্ন ময়লা পরিষ্কারে কাজ করে থাকেন। আর দিনমজুরের মাধ্যমে সুইপার দিয়ে সেই কাজ করান। শনিবার সকালে ছয়জন সুইপার নিয়ে সেখানে কাজে যান। প্রথমে ম্যানহোলের ঢাকনাটি আড়াই ঘণ্টা খুলে রাখেন যাতে বিষাক্ত গ্যাস বেরিয়ে যায়। এরপর সাইফুল প্রথমে ম্যানহোলের ভেতরে নামেন। সেখানে নেমে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাকে সেখান থেকে তুলে নিয়ে আসার জন্য নাকে-মুখে গামছা বেঁধে আলামিন সেখানে নামেন। নামার পর সেও অসুস্থ হয়ে যায়। ঘটনার ভয়াবহতা টের পেয়ে তারা সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

নিহত আল-আমিনের ছোট ভাই মোবারক হোসেন জানান, তারা থাকেন সায়দাবাদ ওয়াসা কলোনিতে। তাদের বাবার নাম আজাদ। সকাল ৮টার দিকে আল-আমিন বাসা থেকে বের হয়ে কাজে যান। এরপর দুপুরে তার মৃত্যুর খবর পান তারা। নিহত সাইফুলের বাবার নাম মো. রফিক। তিনিও সায়দাবাদ এলাকায় থাকতেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।