ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
ফরিদপুরে  অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮।  

সোমবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার।

 

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন- জেলা শহরের লক্ষ্মীপুর এলাকার মো. আলম হোসেন (৪৬), ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামের মো. শফিকুল শেখ (৩৫), ভাঙ্গার মানিকদী গ্রামের মো. ওমর ফারুক (৩২), শহরের টেপাখোলা এলাকার মো. মুসা সিকদার (৪২), সালথার নিধিপট্টি এলাকার মো. সবুজ মাতব্বর (২৪), রাজবাড়ীর ভবকদিয়া গ্রামের মো. শাহাদাত হোসেন খান (২২) ও শহরের সাদীপুর এলাকার মো. খোকা শেখ (৪৫)।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সোমবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পাইককান্দি গ্রামে মো. ফরিদ শেখের বাড়িতে একদল লোক ডাকাতি করছেন। এ সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল দ্রুত ওই বাড়িতে অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে ডাকাতি করে নেওয়া দুটি গরু ও একটি ট্রাকসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় ডাকাতদলের সদস্যদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, নগদ ৮৪০ টাকা, ১২টি সিমসহ সাতটি মুঠোফোন, একটি রামদা, একটি দা ও ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, রেঞ্জ, লোহার রড, ওয়ার কাটার জব্দ করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাতদলের সদস্যদের মধ্যে মো. আলম হোসেনের নামে ছয়টি, মো. সবুজ মাতবুব্বরের নামে দুটি এবং শফিকুল ইসলাম, মো. খোকা ও মো. শাহাদাৎ খানের নামে একটি করে মামলা রয়েছে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, এ ঘটনায় ডাকাতি হওয়া বাড়ির মালিক ফরিদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে র‌্যাবের ডিএডি বাদী হয়ে ওই সাত ব্যক্তিকে আসামি করে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।