ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাচ্ছিলেন মাদরাসায় ভর্তি করতে, পথে প্রাণ গেল দুই ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
যাচ্ছিলেন মাদরাসায় ভর্তি করতে, পথে প্রাণ গেল দুই ভাইয়ের

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাইকে মাদ্রাসায় ভর্তি করতে গিয়ে বাসের চাপায় দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) বেলা ৩টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা সংলগ্ন হাসামদিয়া নামক স্থানে ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন- মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর বড় ছেলে মাহফুজুর রহমান (৩০) ও ছোট ছেলে হামিম রহমান (১৬)।

এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিপন (৩৪) নামে এক যুবক। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী এলাকার কালুয়া গ্রামে।

জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১৪-৬০৫৭) ঘটনাস্থলে পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থলে বড় ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাইয়েরও মৃত্যু হয়। আর আহত শিপনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, বড় ভাই মাহফুজুর রহমান তার ছোট ভাই হামিমকে মাদরাসায় ভর্তি করানোর জন্য ভাঙ্গা যান। সেখানে ইলিশ পরিবহনের একটি বাসের চাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। পরিবারের লোকজন এলে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।