ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদল

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।

রোববার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি গাড়িতে প্রতিনিধিদল রাজধানীর মিন্টো রোডসংলগ্ন ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ পৃথক গাড়িতে আসেন। এ্যানির গাড়িতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককেও দেখা যায়।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকা মহানগরে পদযাত্রা করবে বিএনপি। এই পদযাত্রার অনুমতি নিতেই দলটির নেতারা আজ ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।