ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সকালে দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে লাকড়ির মিলে এ ঘটনা ঘটে।

মৃত আতিকুল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার ভাটিপাড়া গ্রামে জমির হোসেনের মালিকানাধীন লাকড়ির মিলে কয়েক বছর ধরে কাজ করছেন আতিকুল। শুক্রবার সকালে ওই গ্রামের ফিকুল মিয়া নামে এক ব্যক্তি লাকড়ি মিলে বিকট শব্দ শুনে মালিককে খবর দেন। মিল মালিক জমির হোসেন ঘটনাস্থলে গিয়ে আতিকুল মাটিতে পড়ে থাকতে দেখেন। ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ছামিন নুরের মাধ্যমে দিরাই থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দিরাই থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এনইউ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।