ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

ঝালকাঠি: সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে জুমার নামাজ শেষে শত শত মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি চৌমাথা বায়তুল মোকাররম জামে মসজিদ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড় গিয়ে গিয়ে সমবেত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন।

সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন- ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল্লাহ, মোহম্মদপুর বিআর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।  

বিক্ষোভ মিছিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

** সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।