ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাল টাকা রাখার দায়ে দুইজনের ১৪ বছরের সাজা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
জাল টাকা রাখার দায়ে দুইজনের ১৪ বছরের সাজা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে জাল টাকা রাখার দায়ে দুই ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন তারা।  

বুধবার (০৫ জুলাই) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে নশু মিয়া (৪৫) ও মো. আল আমিন (২৭)।  

সাইফুল ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে এবং আল আমিন একই উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামের নুর হোসেনের ছেলে।  

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৩ জুলাই দুপুরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের জয়নালের মোড় এলাকায় ৯টি এক হাজার টাকার জাল নোট ও ৬টি ৫০০ টাকার জাল নোটসহ স্থানীয় লোকজন সাইফুল ও আল আমিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে রামগতি থানা পুলিশ তাদের দুইজনকে জাল টাকাসহ আটক করে। এ ঘটনায় থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তপাদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন।  

মামলাটি তদন্ত করেন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম। তিনি সাইফুল এবং আল আমিনকে অভিযুক্ত করে আদালতে ২০২২ সালের ২০ আগস্ট অভিযোগপত্র দেন।  

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার এক বছরের মাথায় আদালত এ মামলার রায় দেন।  

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।