ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টে সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যায়। এ সময় আহত হয় আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্ব পালন করছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছেন তারা। পরে আরও বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।