ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে গোডাউনে মিলল ৪ হাজার লিটার চোরাই ডিজেল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
চাঁদপুরে গোডাউনে মিলল ৪ হাজার লিটার চোরাই ডিজেল 

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাটের একটি গোডাউন থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) বেলা ২টার দিকে কোস্টগার্ড ঢাকা জোন অধীন বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। জব্দকরা চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান।

তিনি আরও বলেন, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ হওয়া চোরাই ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।