ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে সাজাপ্রাপ্ত ডাকাত সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
বরিশালে সাজাপ্রাপ্ত ডাকাত সদস্য গ্রেপ্তার

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা থেকে ডাকাতি বা দস্যুতার মামলায় দণ্ডিত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ জুন) সন্ধ্যায় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে উজিপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া আসামি সুজন বয়াতি উপজেলার নরসিংহ গ্রামের সুলতান বয়াতির ছেলে।

পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, ২০১৪ সালের পাশের বানারীপাড়া উপজেলার একটি দস্যুতার মামলার আসামি সুজন। এ মামলায় তাকে আদালত ৭ বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন তিনি।

তৌহিদুজ্জামান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুজন উপজেলার ডাবেরকুল বাজার এলাকায় অবস্থান করছে। এ খবরে থানা পুলিশের একটি দল ওই বাজারে অভিযান করে সুজনকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।