ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে অজ্ঞান পার্টির খপ্পরে অটোরিকশা চালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
ধানমন্ডিতে অজ্ঞান পার্টির খপ্পরে অটোরিকশা চালক

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর রোড থেকে মো. আলম (৫০) নামে এক অটোরিকশা চালককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিজের সিএনজিচালিত অটোরিকশাটি খুইয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, খবর পেয়ে ধানমন্ডি ৬ নম্বর রোডে রাস্তার ওপর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, তিনি একজন অটোরিকশা চালক এবং তাকে অজ্ঞান করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।

হাসপাতালে নেওয়ার পর তার স্টোমাক (পাকস্থলী) ওয়াশ করে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এসআই শামসুল হক।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।