ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় কোরবানির পশুর হাট বসবে ২২ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
খুলনায় কোরবানির পশুর হাট বসবে ২২ জুন

খুলনা: ঈদুল আজহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) জোড়াগেট কোরবানির পশুর হাট বসবে ২২ জুন থেকে।
 
পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (১৩ জুন) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্নসচিব) লস্কার তাজুল ইসলাম।  

সভার শুরুতে কেসিসির নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকসহ নবনির্বাচিত কাউলিন্সর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের অভিনন্দন জানানো হয়।

সভায় নগরীর জোড়াগেট এলাকায় কেসিসির ব্যবস্থাপনায় আগামী ২২ জুন থেকে বিরতিহীনভাবে ঈদ-উল-আজহার দিন সকাল পর্যন্ত কোরবানির পশুর হাট পরিচালিনার সিদ্ধান্ত গৃহীত হয়।  

হাটটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেসিসির মেয়র প্যানেলের সদস্য মো. আমিনুল ইসলাম মুন্নাকে আহ্বায়ক এবং সব কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সদস্য করে পশুর হাট পরিচালনা কমিটি গঠন করা হয়।  

প্রশাসনের সহায়তায় কোরবানির পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের চিকিৎসার ব্যবস্থা রাখা, জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা রাখা, নিরববিছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখাসহ পশুর হাটে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মহানগরী এলাকায় অবৈধ পশুর হাট বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।  

কেসিসির মেয়র প্যানেলের সদস্য মো. আলী আকবর টিপু ও অ্যাডভোকেট মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মো. গোলাম মওলা শানু, এসএম মোজাফ্ফর রশিদী রেজা, এমডি মাহফুজুর রহমান লিটন, মো. হাফিজুর রহমান মনি, মো. আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, কনিকা সাহা, মাহমুদা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, কেএমপির এডিসি (নর্থ) মো. মোসফেকুর রহমান, কেসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজ, চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, কঞ্জারভেন্সি অফিসার মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মাদ মাসুদ করিম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, রাজস্ব কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার নূরুজ্জামান তালুকদার, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।  

সভা পরিচালনা করেন কেসিসির সচিব মো. আজমুল হক।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।