ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইন্টারনেট ব্যবসা দখলে নিতে ছাত্রলীগ নেতার ভাইয়ের হামলা-গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুন ৪, ২০২৩
ইন্টারনেট ব্যবসা দখলে নিতে ছাত্রলীগ নেতার ভাইয়ের হামলা-গুলি

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের মাসদাইরে প্রকাশ্যে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেলের বড় ভাই রাসেলের বিরুদ্ধে।  

ঘটনার সময় আশপাশের দোকান, বাড়িঘর ও রিকশা গ্যারেজে ব্যাপক ভাঙচুর চালায় রাসেল ও তার সঙ্গীরা।

ইন্টারনেট ব্যবসা দখলে নিতে শনিবার (৩ জুন) রাতে শহরের শেরে বাংলা রোড এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে নয়টার দিকে প্রায় ৩০-৪০ জন যুবকের একটি দল শেরে বাংলা রোড এলাকায় এসে একটি ক্যাবল নেটওয়ার্কের দোকানে ঢুকে ভাঙচুর চালাতে থাকে। এসময় প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এসময় শেরে বাংলা রোড ও তালাফ্যাক্টরি এলাকায় বেশ করেকটি বাড়ি ও রিকশা গ্যারেজেও ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা।

হামলায় আহত হন ইন্টারনেট ব্যবসায়ী ইমামুল হক তুষার।  

তিনি জানান, আমার এক স্টাফের সঙ্গে হয়ত আগে থেকেই ওদের কোনো ঝামেলা হয়েছিল। সেই স্টাফকে তারা মারধর করে। এরপর আমাকে তারা ওখানে ডাকে। আমি বললাম কী সমস্যা বলুন, আমি বিচার করি। আজ দুপুরেও আমার প্রায় পঁচিশ-ত্রিশ হাজার টাকার মাল ওরা চুরি করে নিয়ে যায়। আমি কিছু বলিনি, ওরা যেহেতু পাওয়ার ফুল তাই কাউকে কিছু জানাইনি। আমি সেখানে নতুনভাবে নেটলাইন সেটআপের জন্য মালামালসহ স্টাফ পাঠাই। তখন ওরা বলে সেটআপ করতে দেবে না, আগে এই ঝামেলা শেষ করতে হবে। এরই মধ্যে ওরা এসে আমাকে অফিস থেকে বের করে নেয়। রাসেল আমাকে মারধর করে চলে যায়। এর ঠিক আধাঘণ্টা পরে ওরা আবারও চাকু পিস্তলসহ এসে পুনরায় হামলা চালায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এমআরপি/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।