ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিত্রা নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ, ১ দিন পর মিলল মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুন ৩, ২০২৩
চিত্রা নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ, ১ দিন পর মিলল মরদেহ

নড়াইল: নড়াইল সদরে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর শিশু আরিফা খাতুনের (১১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (০৩ জুন) সকাল ১১টার দিকে ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে বাঁধাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফা গতকাল শুক্রবার (২ জুন) দুপুরে বাড়ির সামনে সদর উপজেলার এস এম সুলতান সেতুর নিচে আরও তিন-চার শিশুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

সে নড়াইল পৌরসভবার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে এবং মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বাংলানিউজকে বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান পরিচালনা করেও আরিফার সন্ধান পাইনি। আজ সকাল থেকে আবারও ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টার দিকে ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে বাঁধাঘাট এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। পরে বাঁধাঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।