ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ৩১, ২০২৩
পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হটলাইনের মোবাইল নম্বর পরিবর্তন করা হয়েছে। আরেকটি নতুন নম্বর চালু করা হয়েছে।

নতুন নম্বরটি হলো ০১৯০১-০২৩৯৯৫।

বুধবার (৩১ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের বর্তমান মোবাইল ফোন নম্বরটি (০১৭৭৭-৯৯৮৩৩৩) আগামী পহেলা জুন বন্ধ হয়ে যাবে।  

তাই অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্যোগ ও দুর্ঘটনায় ০১৯০১-০২৩৯৯৫ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া নতুন নম্বরটি ব্যাপকভাবে প্রচার করার জন্য সবাইকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, এখন থেকে যে কোনো দুর্যোগ ও দুর্ঘটনার তথ্য নতুন মোবাইল ফোন নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।